জগৎবল্লভপুরের ভিড়ে ঠাসা ইছানগরির বাজারে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীর দাদাগিরি , এই বাজারে তোয়া সিদ্দিকীর গাড়ি সাইরেন জোরে বাজতে থাকায় এক ব্যক্তি তোহা সিদ্দিকীর গাড়ির সাইরেন আস্তে করতে বলায় তোহা সিদ্দিকীর সিকিউরিটি সেই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ ,এরপর বাজারের দোকানের তালা দিয়ে কয়েকজন আইএসএফ সমর্থকদের ওপর চড়াও হয়, এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে, এরপর বাজারের দোকানদাররা থানায় খবর দেয়, পুলিশ এসে সেই দোকানের তালা খুলতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ , জেলার আইএসএফ নেতৃত্ব এই ঘটনার জন্য পীরজাদা তোহা সিদ্দিকী ও তৃণমূল কংগ্রেস কে দায়ী করে এই ঘটনার শান্তিপূর্ণ মীমাংসার আবেদন জানিয়েছেন
Comments
Post a Comment