মানুষের ঘরে ঘরে হোম নার্সিং পরিষেবা পৌঁছে দিতে পথ চলা শুরু care connect এর , অর্থাৎ অসুস্থ মানুষদের বাড়িতেই নার্সিংহোম এর মত স্বাস্থ্য পরিসেবা পৌঁছে দেবে কেয়ার কানেক্ট , আমাদের দেশের স্বাস্থ্য পরিসেবা বড়ই অগোছালো পরিস্থিতিতে রয়েছে, পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে কোথায় গেলে স্বাস্থ্য পরিষেবা মিলবে সেটাই বুঝতে হিমশিম খেয়ে যায় সাধারণ মানুষ , হাসপাতাল ও নার্সিংহোমের দোড়ে দোড়ে ঘুরতে হয় সাধারণ মানুষকে, সাধারণ মানুষকে এই হয়রানি হাত থেকে বাঁচাতে আর সঠিক মূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে কাজ শুরু করলো কেয়ার কানেক্ট, এদিন চন্দনগরে কেয়ার কানেক্ট সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে কেয়ার কানেক্টে এর কর্মধারা প্রসঙ্গে একথাই বললেন এই সংস্থার সি ই ও , পাশাপাশি এই সংস্থা শুরু করতে চলেছে স্বাস্থ্য পরিষেবা ডে কেয়ার ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কেয়ার গিভার, আগামী দিনে কেয়ার কানেক্টের হাসপাতাল ও নার্সিংহোম প্রতিষ্ঠা হতে চলেছে , সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই সংস্থার স্বাস্থ্য পরিসেবা কাজের বেনজির দৃষ্টান্তের কথা তুলে ধরলেন কেয়ার কানেক্টে সংস্থার সি ই ও
Comments
Post a Comment